হিলিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪ ০৩:৩১ অপরাহ্ন
হিলিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরের বাংলাহিলি বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেসার্স কাওসার এন্টারপ্রাইজ, মন্ডল ফার্মাসি এবং শিউলি ফার্মাসি দোকানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ায় ব্যবসায়ীদের ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কাওসার এন্টারপ্রাইজকে ১০ হাজার, মন্ডল ফার্মাসিকে ৫ হাজার এবং শিউলি ফার্মাসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম অভিযানে অংশ নিয়ে বলেন, “এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলতে থাকবে। ব্যবসায়ীরা বারবার একই ভুল করবেন না, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। বাংলাহিলি বাজারে অনেক দিন ধরেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ আসছিল, আজ তা প্রমাণিত হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাজারে নিয়মিত মনিটরিং চালিয়ে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।