রাঙ্গাবালীতে স্কুলবিমুখ শিশুদের শিখন কেন্দ্র পরিদর্শন করলেন আইআরসির কান্ট্রি ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক
এম সোহেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২০শে নভেম্বর ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ন
রাঙ্গাবালীতে স্কুলবিমুখ শিশুদের শিখন কেন্দ্র পরিদর্শন করলেন আইআরসির কান্ট্রি ডিরেক্টর

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলে ঝরে পড়া এবং স্কুলবিমুখ শিশুদের জন্য স্থাপিত শিখন কেন্দ্র পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল রিসকিউ কমিটির (আইআরসি) কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান। মঙ্গলবার বিকেলে তিনি ছোটবাইশদিয়া ইউনিয়নের শিখন কেন্দ্রগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে পাঠদানের বিষয় নিয়ে আলোচনা করেন। 


এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার কার্যক্রম এবং অভিভাবকদের মতামত শোনেন। হাসিনা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা ‘জাগো নারী’-এর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। 


১৮ মাস আগে আইআরসি অর্থায়নে এবং জাগো নারীর বাস্তবায়নে রাঙ্গাবালী সদর ও ছোটবাইশদিয়া ইউনিয়নে ১৬টি শিখন কেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রের মাধ্যমে স্কুলবিমুখ শিশুদের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। 


আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান সাংবাদিকদের বলেন, "চরাঞ্চলের শিশুদের মাঝে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বিস্তারের জন্য আমরা কাজ করছি, যাতে তারা আধুনিক শিক্ষার সঙ্গে পরিচিত হতে পারে।" 


এই উদ্যোগের মাধ্যমে শিখন কেন্দ্রগুলি এলাকার শিশুদের স্কুলমুখী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।