পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪ ০৪:৫০ অপরাহ্ন
পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

পিরোজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টিটোয়েন্টি খেলা। এই উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) পিরোজপুর জেলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন আয়োজন করে জেলা বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা এবং সদস্য এডভোকেট আবুল কালাম আকন।

অধ্যক্ষ আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, সারাদেশে শিশুদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং বাংলাদেশের ক্রিড়াঅঙ্গনকে আরও সমৃদ্ধ করার উদ্দেশ্যেই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আগামীকাল ২২ নভেম্বর পিরোজপুর জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের টিটোয়েন্টি একদিনের খেলা অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধন হবে লাল ও সবুজ দুটি দলের মধ্যে, যা টুর্নামেন্টের মূল আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ফুটবলার আমিনুল ইসলাম, জনপ্রিয় ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এই খেলা শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি জাতির যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ এবং উৎসাহ সৃষ্টি করতে সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিরোজপুরের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই অপেক্ষায় রয়েছেন একদিনের এই জমজমাট খেলা উপভোগ করার জন্য।