ঝালকাঠিতে মাছের পর এবার হাঁসের সাথে শত্রুতা করেছে দুর্বৃত্তরা। অজ্ঞাত কারণে সেদ্ধ ধানের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে ৬০টি হাঁস, যার ফলে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামে, হুজাইফা এগ্রো ফার্মে।
মালিক নাসরিন আক্তার জানান, রবিবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা হাঁসের খামারে বিষ মিশানো ধান ফেলে চলে যায়। এতে বিষাক্ত ধান খেয়ে হাঁসগুলোর মধ্যে শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে এ পরিস্থিতি দেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ৬০টি হাঁস মারা যায়।
এ ঘটনায় মালিক নাসরিন আক্তার ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জানান, "গত মাসে আমাদের মাছের ঘেরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছিল। আবার এখন আমাদের হাঁসগুলোকেও বিষ খাওয়ানো হয়েছে। আমরা এর বিচার চাই এবং যারা এই অপরাধে জড়িত, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।"
এদিকে, ঝালকাঠি থানার পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মো. মনিরুজ্জামান।
এ ঘটনার পর এলাকায় নিরাপত্তার উদ্বেগ বেড়ে গেছে এবং খামারের মালিক পরিবার এই ধরনের শত্রুতা থেকে রক্ষা পেতে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।