পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়। কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ রাফেজা পারভীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহীন ফরাজী। কমিটির নির্বাহী সভাপতি গাজী মোহাম্মদ শফিউদ্দিন এবং নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম হাসান।
এছাড়া, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবদুস সালাম, ওবায়দুল ইসলাম, মমতাজ বেগম, সহ-সভাপতি পদে আবদুল বারেক, নুর হোসেন, খলিলুর রহমান, মুহাম্মদ ছোলায়মান হোসাইন, তাহমিদা সুলতানা, হোসেলা পারভীন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে লাভলী ইয়াসমিন, রেশমা, যুগ্ম সম্পাদক হিসেবে ইসমাইল, অলিউল্লাহ, লিমন আনসারী, সাইফুল ইসলাম, সরোয়ার, অনুরা বেগম, সহ-সম্পাদক পদে রুহুল আমিন, মিজানুর রহমান, সোহাগ মিয়া, ফারজানা রহমান তন্নী, সাংগঠনিক সম্পাদক পদে জাকির হুসাইন, মহিলা সম্পাদক হিসেবে নাদিয়া আক্তার এবং অর্থ সম্পাদক হিসেবে মাহবুব আলমকে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা দপ্তর, শিক্ষা, সহ-অর্থ, সহ-মহিলা সম্পাদক পদেও দায়িত্ব পালন করবেন। নতুন এই কমিটি শিক্ষকদের কল্যাণ ও উন্নতির লক্ষ্যে কাজ করবে বলে জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।