মার্কিন কংগ্রেসে নির্বাচিত হলেন দুই মুসলিম নারী প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ০৭:৪০ অপরাহ্ন
মার্কিন কংগ্রেসে নির্বাচিত হলেন দুই মুসলিম নারী প্রতিনিধি

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট শিবির থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী—রাশিদা তালিব এবং ইলহান ওমর।  


বুধবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব মিশিগানের প্রতিনিধি হিসেবে চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করে পুনরায় জয়ী হন। তার নির্বাচনী এলাকা ডিয়ারবর্নে বৃহৎ আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থন পেয়েছেন।  


আর সোমালি আমেরিকান ইলহান ওমর মিনেসোটার প্রতিনিধি হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী এলাকা মিনিয়াপোলিস এবং বেশ কয়েকটি শহরতলী এলাকা নিয়ে গঠিত।  


বছরব্যাপী প্রচারণার মাধ্যমে নির্বাচনী জয় নিশ্চিত করেছেন তারা। ইলহান সোশ্যাল মিডিয়ায় তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "আমাদের কঠোর পরিশ্রম সার্থক হয়েছে। আমরা এক লাখ ১৭ হাজার ৭১৬টি দরজায় কড়া নেড়েছি, এক লাখ ৮ হাজার ২২৬টি ফোনকল করেছি এবং এক লাখ ৪৭ হাজার ৩২৩টি বার্তা পাঠিয়েছি।"  


গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে তাদের অবস্থান সবসময় কঠোরভাবে তুলে ধরেছেন রাশিদা ও ইলহান। রাশিদা সম্প্রতি ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ফিলিস্তিন ইস্যুতে সমর্থন না দেওয়ার কারণে আলোচনায় ছিলেন। দুজনই কংগ্রেসের ‘দ্য স্কোয়াড’ নামক প্রগতিশীল গোষ্ঠীর সদস্য।