টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০২৪ ১১:৫২ পূর্বাহ্ন
টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪০ জন আটক

গাজীপুরের টঙ্গীতে গত রোববার (৩ নভেম্বর) গভীর রাতে যৌথ বাহিনীর এক মাদকবিরোধী অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। 


অভিযানে মাদক কারবারিদের গোপন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা এবং দেশীয় অস্ত্র। এছাড়া, অভিযানে নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাও জব্দ করা হয়েছে। 


এতে অংশ নেয়া সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের প্রায় ৫০০ জন সদস্য অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, জানিয়েছে সেনাবাহিনী। 


এ ধরনের অভিযান মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধরনের কার্যক্রম চলমান থাকলে মাদকদ্রব্যের প্রবাহ নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং এলাকাবাসীর নিরাপত্তা বৃদ্ধি পাবে।