গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় তাঁতী লীগ নেতা ডিউক মিয়াকে (৩৫) কান ধরে ওঠবস করানোর একটি ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা উপজেলার ঢোলভাঙ্গা বাজারের ঈদগাহ মাঠে ঘটেছে, তবে কে বা কারা এটি করেছে তা এখনো স্পষ্ট নয়।
বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে মো. সিরাজুল ইসলাম নামের একটি আইডি থেকে ডিউকের কান ধরে ওঠবস করানোর ৪২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটিতে কয়েকজন যুবককে ডিউকের কাছে এসে প্রশ্ন করতে শোনা যায়, “তুমি কি আর আওয়ামী লীগ করবে?” ডিউক উত্তরে বলেন, “না, ভাই আমি আর আওয়ামী লীগ করবো না।” এরপরই তাকে কান ধরে ওঠবস করানোর নির্দেশ দেওয়া হয়। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, ডিউককে পিছন থেকে লাথি মারতে।
ডিউক পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর (মিয়াপাড়া) গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি উপজেলা তাঁতী লীগের দফতর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে ডিউক সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সভাপতি আখতারুজ্জামান টিটুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন বন্ধ রাখেন। ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে।
এমন পরিস্থিতিতে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। ডিউকের বিরুদ্ধে এমন অভিযোগ এবং তাকে নির্যাতনের বিষয়টি এলাকার মানুষের মধ্যে নানা আলোচনা শুরু করেছে। রাজনৈতিক প্রতিশোধ কিংবা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে কিনা, তা নিয়ে স্থানীয়রা বিভিন্ন মত প্রকাশ করছেন।
এখন দেখার বিষয় হলো, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে এবং ডিউকের নিরাপত্তা নিশ্চিত করা হবে কিনা।
বার্তা প্রেরক: [আপনার নাম]
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।