হাকিমপুরের আলিহাট ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ন
হাকিমপুরের আলিহাট ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ শুরু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে স্বল্প আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে আলিহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়, যা ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডের দুই হাজার আটশ ফ্যামিলি কার্ডধারী মানুষকে টিসিবির পণ্য সরবরাহ করবে। 


অনুষ্ঠানে তদারকি অফিসার ও হাকিমপুর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম উপস্থিত থেকে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন। তিনি জানান, বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার স্বল্প আয়ের মানুষের জন্য কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে, যা তাদের দৈনন্দিন জীবনযাপনে সহায়ক হবে।


টিসিবি পণ্য সংগ্রহ করতে আসা আদরী রবিদাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান, "বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তা বহন করা কষ্টকর। কিন্তু টিসিবি থেকে কমদামে পণ্য পেয়ে আমরা সত্যিই উপকৃত হচ্ছি। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং পণ্যের পরিধি বাড়ানোর অনুরোধ করছি।"


এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, ইউপি সচিব ওমর ফারুক, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য দ্বিপংকর শাহা রিপন, ৫ নং ওয়ার্ড সদস্য মো. ইমরান আলী, ৬ নং ওয়ার্ড সদস্য সাখাওয়াত হোসেন এবং টিসিবি পণ্য বিক্রয় ডিলার আশীষ কুমার মানিকসহ আরও অনেকে।


টিসিবি ডিলার আশীষ কুমার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আলিহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ফ্যামিলি কার্ডধারী ২,৮০০ জন স্বল্প আয়ের মানুষের মাঝে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল এবং ৫ কেজি চালের প্যাকেজ প্রতি ৪৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। তিন দিনের এই বিতরণ কার্যক্রমে প্রত্যেক ওয়ার্ডের ফ্যামিলি কার্ডধারীরা তাদের নির্ধারিত পণ্য সংগ্রহ করতে পারবেন।


এ উদ্যোগে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা সব ধরনের সহযোগিতা করছেন বলে ডিলার আশীষ কুমার জানান।