দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর থেকে চাটশাল পর্যন্ত রাস্তা পাকা করণের দাবিতে স্থানীয় জনগণ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাস্তার দুই পাশে থাকা গাছ অপসারণের পাশাপাশি পাকা রাস্তার দাবি তুলে ধরেন।
রোববার সকাল ১১ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ও স্থানীয় বিভিন্ন গ্রামের জনগণ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনটির শ্লোগান ছিল "গাছ চাই না, পাকা রাস্তা চাই," যা এই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবিকে সামনে আনে।
বক্তারা মানববন্ধনে বলেন, স্থানীয় এমপি ও চেয়ারম্যান নির্বাচনের সময় বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর তাদের দেখা পাওয়া যায় না। তারা বলেন, "আমরা এই এলাকার মানুষ কি অপরাধ করছি জানিনা, যার খেসারত আমাদের দিতে হচ্ছে। রাস্তার বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে ঘর থেকে বের হতে পারি না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না এবং বাজারের ধানও বিক্রি করতে পারি না। এক কথায়, আমাদের এলাকার কয়েকটি গ্রাম সব দিক থেকে পিছিয়ে রয়েছে।"
তারা আরও অভিযোগ করেন যে, সড়কটি ব্যবহৃত হয় উপজেলার কাশিয়ারা, চাটশাল, শিবরামপুর, হরিনাসহ ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিক সরকারের দাপটে তারা অসহায়। অভিযোগ, রাতের আধারে গাছ কাটা হচ্ছে এবং গাছ কাটা নিয়ে রফিক সরকার গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন। এছাড়াও, রফিক সরকারের বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রফিক সরকার ও তার সহযোদ্ধাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং চাঁদাবাজি, মামলাবাজি, ও সাধারণ জনগণকে ভয়ভীতি প্রদর্শনের জন্য শাস্তি দাবি করেন। তারা বলেন, “আমরা গাছ চাই না, আমরা রাস্তা প্রস্থকরণ ও রাস্তা পাকাকরণ চাই এবং রফিক সরকারের শাস্তি দাবি করছি।”
এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি স্থানীয় প্রশাসনের কাছে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এবং অসুবিধাগুলি দ্রুত সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।