‘বেতার ও শান্তি’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে ‘বিশ্ব বেতার দিবস’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় বরিশাল বেতারের আয়োজনে বেলুন ফেস্টুন উড়িয়ে বিশ্ব বেতার দিবস ২০২৩ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
পরে রেডিও সেন্টার প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেতার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বেতার দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জুন মল্লিক।
পরে জেলা প্রশাসক বরিশাল বেতার কেন্দ্র পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।