নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কীর্তিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোস্তাফিজুর রহমান শহরের উকিল পাড়া মহল্লার আবু বক্কর সিদ্দিক এর ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল নিয়ে বদলগাছী উপজেলা থেকে নওগাঁ শহরের দিকে আসছিলেন। পথে নওগাঁ-বদলগাছী সড়কের কীর্তিপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে গিয় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মুস্তাফিজুর মৃত্যু হয়।
ওসি আরও জানান, ট্রাক্টর ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আকট করা যায়নি। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।