দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধানবাহী ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি এলাকার আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের বোদা থেকে বগুড়া-শেরপুরগামী একটি ধানবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪২৫৪) মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ধানবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। সহকারী হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ট্রাক চালক ইসমাইল হোসেন (৬০) বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা এবং হেলপার বাবু মিয়া (৪৫) ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন, এবং সহকারী হেলপারকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি। দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোর কারণে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা মহাসড়কে ট্রাক দাঁড়ানোর ক্ষেত্রে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।