লালমনিরহাটে চুরি যাওয়া মোবাইল ফেরত পেল ২১জন

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: মঙ্গলবার ২৭শে ডিসেম্বর ২০২২ ০৫:৫৮ অপরাহ্ন
লালমনিরহাটে চুরি যাওয়া মোবাইল ফেরত পেল ২১জন

লালমনিরহাটে তথ্য প্রযুক্তি ব্যবহার করে  বিভিন্ন সময়ে জনসাধারণের চুরি যাওয়া ও হারিয়ে  যাওয়া মোবাইল উদ্ধার করেছে লালমনিরহাট পুলিশ। 


সোমবার সকালে লালমনিরহাট পুলিশ সুপার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে মোবাইল মালিকদের মোবাইল গুলো ফেরত দেয়া হয়েছে। লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত থেকে এ মোবাইল ফোন গুলো তাদের হাতে তুলে দেন।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর থানা অফিসার ইনচার্জ এরশাদুল হক সহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার সবাইকে চোরাই মোবাইল বা পুরনো মোবাইল না কেনার অনুরোধ জানান।