ছাত্রীদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি ও তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গঠনে উৎসাহ দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কর্তৃক ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে হলের দুই শতাধিক ছাত্রী অংশ নেন।আজ সোমবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় বঙ্গমাতা হল প্রাঙ্গনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদারুল আলম।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। সেই সাথে উপস্থিত ছিলেন বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. গাজী মোঃ মহসীন, আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মোঃ আনিসুজ্জামান। প্রধান বক্তা ছিলেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হোসেইন।
এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গমাতা হলের সহকারী প্রভোস্টবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড মোঃ দিদারুল আলম বলেন, ছাত্রীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে সারা পৃথিবীতে ফ্রিল্যান্সারদের প্রচুর চাহিদা আছে এবং সেই সুযোগ বাংলাদেশের নারীরা নিতে পারবে।তাই বঙ্গমাতা হলের ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি কর্মমুখী কাজে যুক্ত থেকে নিজেদের সাবলম্বী করার আহ্বান জানান।
আলোচক ড. ফাহাদ হোসেইন, ছাত্রীদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনে প্রস্তুতি, ধাপ, প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। সেই সাথে আয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।