ব্রেইন স্ট্রোকে রোগীর পাশে "আমরা রাজবাড়ীর সন্তান"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৬ই জুলাই ২০২২ ০২:৫৬ অপরাহ্ন
ব্রেইন স্ট্রোকে রোগীর পাশে "আমরা রাজবাড়ীর সন্তান"

আত্মমানবতার সেবায় নিয়োজিত একদল তারুণ্যে ভরপুর প্রতিশ্রুতিশীল যুবক অতন্দ্র প্রহরীর ন্যায় সদা জাগ্রত টিম "আমরা রাজবাড়ীর সন্তান" পেজের সদস্যরা নিপীড়িত মানুষের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সকলের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা দীর্ঘ পথের পাথেয় হিসাবে অনুপ্রেরণার মূলমন্ত্র মনে করেন এই পেইজটি। পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের নিঃস্ব স্বামী হারা আলেয়া বেগম।


যার পরিবারে প্রতিবন্ধী ২ সন্তানসহ ৩ সদস্যের বসবাস করার জন্য শুধু ছোট্ট একটি কুঁড়েঘর। ২ সন্তান জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। সংসারের উর্পাজন কারী একমাত্র আলেয়া বেগম হঠাৎ করে ব্রেণ ট্রোক করে শারীরিক ভাবে অসুস্থ। এমন অবস্থায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। তিনি চিকিৎসার জন্য আমরা রাজবাড়ী সন্তান পেজের একজন সদস্যের সাথে যোগাযোগ করেন।পরবর্তীতে পেজের সক্রিয় সদস্যরা খোঁজ খবর নিয়ে চিকিৎসার জন্য আলেয়া বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।


আর্থিক সহায়তা উপহার হিসাবে দেবার সময় "আমরা রাজবাড়ীর সন্তান" পেইজের পরিচালক ও সিনিয়র এডমিন শাহীন তালুকদার, এডমিন সজিবুল ইসলাম, কামরুল ইসলাম, মিরাজ খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।সহায়তা পেয়ে আলেয়া বেগম আবেগ আপ্লুত হয়ে পরেন এবং ডোনার/দাতাকে ও "আমরা রাজবাড়ীর সন্তান" পেজের প্রতি দোয়া কামনা করেন।


আমরা রাজবাড়ীর সন্তান পেইজের পরিচালক শাহীন তালুকদার বলেন, আমরা রাজবাড়ীর সন্তান পেইজের চলমান প্রোগ্রাম অসহায় মানুষের বাড়িতে টিউবওয়েল স্থাপন চলমান রয়েছে।  ভ্রাতৃত্বের বন্ধন স্লোগানে 'আমারা রাজবাড়ীর সন্তান' সব সময় মানবিক কাজ করে যাবে। অসহায়দের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে।