ধামইরহাটে ১৬৭ তম সান্তাল হুল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে জুন ২০২২ ০৬:২২ অপরাহ্ন
ধামইরহাটে ১৬৭ তম সান্তাল হুল দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে ৩০ জুন সান্তাল হুল দিবস পালিত হয়েছে। মহিয়ান আদিবাসী নেতা সিধু-কানু, চান্দ-ভায়রো’কে স্মরনে উপজেলা পারগানা বাইসি ও আদিবাসী সমবায় সমিতি’র যৌথ উদ্যোগে ৩০ জুন বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম চত্বরে ১৬৭ তম সান্তালহুল দিবসের উদ্বোধন করেন দিবসের উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।


 এ সময় কৃত্রিম সিধু-কানুর প্রতিকৃতি প্রদর্শণ করা হয়। 


পরে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


 র‌্যালী শেষে উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। 


প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পূজা উদযাপন পরিষদের ধামইরহাট উপজেলা সম্পাদক রামজনম রবিদাস, পারগানা সেক্রেটারী কুরশিদ পাহান, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি, জিল্লু মার্ডি, বিশ্বনাথ টুডু, সরেন হাসদা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।