মাটিরাঙ্গাতে তুলাচাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র বিমোচন শীষর্ক কর্মশালা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩০শে জুন ২০২২ ০৪:৫১ অপরাহ্ন
মাটিরাঙ্গাতে তুলাচাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র বিমোচন শীষর্ক কর্মশালা অনুষ্টিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র বিমোচন প্রতিস্থাপন উদ্বুদ্ধকরণ রোড শো বিষয়ক শীর্ষক প্রকল্পের মাধ্যমে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের   দেওয়ান বাজার  এলাকায় তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে  কর্মশালা অনুষ্টিত। 

 

বৃহস্পতিবার (৩০জুন ২০২২ইং) সকাল ১০টার দিকে পার্বত্য চট্রগ্রাম তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে   পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র বিমোচন। শীর্ষক প্রকল্পের একটি র্যালি বের হয়।  র্যালিটি আমতলী ইউনিয়নের    দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ। পরে দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে   তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে  কর্মশালা অনুষ্টিত হয়। 


খাগড়াছড়ি জেলা  তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে  তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের  দিনব্যাপি কর্মশালা    উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো:মোজ্জাফর হোসেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার মোহাম্মদ সুমন,  আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:ইয়াছিন মোল্লা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, আমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মো:আব্দুল খালেক, তুলাচাষী মো:মীর হোসেন ডালিম,সহ শতাধিক তুলা চাষী  উপস্থিত ছিলেন। 


এসময়  বক্তারা বলেন, পাহাড়ে অল্প খরচে তুলা চাষ করে পিছিয়ে পড়া জনগোষ্টিদের দারিদ্র বিমোচন সহ  পার্বত্য এলাকায় দিন দিন তুলা চাষ বৃদ্ধি পাচ্ছে। একসময় যেসব জমিতে কৃষকেরা ক্ষতিকর তামাক চাষ করে সময় ও শ্রম নষ্ট করেছে, আজ জলবায়ু পরিবর্তন ও অধিক লাভের ফলে কৃষকেরা তামাক চাষ ছেড়ে পাহাড়ে তুলা চাষে ঝুঁকে পড়ছে। 


এসময় বক্তারা আরো বলেন,পার্বত্য চট্রগ্রাম তুলা উন্নয়ন বোর্ড মাঠ পর্যায়ে সব সময়  কৃষকদের বিভিন্নভাবে তুলা চাষে কিভাবে ফলন বৃদ্ধি হবে কারিগরি সহযোগিতা করে যাচ্ছে এবং  পার্বত্য এলাকায় ক্ষতিকর তামাকের চাষ  দিন দিন কমে  তুলা চাষের প্রতি কৃষকদের আগ্রহ বেড়েছে।