রাজাপুরে রাস্তা সংস্কারের কাজে অনিয়ম, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শুক্রবার ১৪ই মার্চ ২০২৫ ০৯:৪৮ অপরাহ্ন
রাজাপুরে রাস্তা সংস্কারের কাজে অনিয়ম, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, রাস্তার নির্মাণে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহার করা হচ্ছে, যা সরকারের নির্ধারিত মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়। স্থানীয়রা এতে কাজ বন্ধ করে দিয়ে তা নিয়ে প্রতিবাদ জানান।


জানা গেছে, রাস্তা সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। প্রকল্পটির নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচ ঢালাই দিয়ে ১২ মিলিমিটার রাস্তা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের পক্ষ থেকে পাথরের পরিবর্তে শুধুমাত্র লাল বালু এবং পিচ মিশিয়ে কাজ চালানোর চেষ্টা করা হয়।


বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি নজরে আসার পর একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন। তারা দাবি করেন, সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। স্থানীয়দের মতে, নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করা হলে তারা কাজ চালু হতে দেবেন না।


এ বিষয়ে মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম বলেন, "পাথর না থাকায় স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়, তবে আমরা এখন পাথর এনে কাজ চালু করেছি।" তবে স্থানীয়দের দাবির প্রতি সমর্থন জানিয়ে ঝালকাঠির উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, "ঠিকাদার অনিয়ম করায় স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। রাষ্ট্রের অর্থ অপচয় করে নিম্নমানের কাজ মেনে নেওয়া যাবে না।"


এদিকে, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন এবং পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয়দের প্রতিবাদ এবং দাবির পর, প্রকল্প সংশ্লিষ্টরা কী পদক্ষেপ নেবেন, তা এখনও পরিষ্কার হয়নি। তবে এলাকার জনগণ স্পষ্টভাবে জানিয়েছেন, যদি সঠিক উপকরণ ব্যবহার না করা হয়, তবে তারা এই প্রকল্পের কাজ চলতে দেবেন না।