ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।শনিবার (৪ জুন) সম্মেলনে কোনো প্রার্থী না থাকায় তাঁকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন।
জানা যায়, ৯ বছর পর উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।আগত অতিথিদের অভ্যত্থনা জানাতে প্রায় ৫ কিলোমিটার ব্যাপী সড়কে নির্মিত হয়েছে ১৭০টি তোরণ। সম্মেলনকে ঘিরে অনুষ্ঠালস্থল কসবা টি. আলী ডিগ্রী কলেজ মাঠ ও আশপাশ এলাকা নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন কমিটির মাধ্যমে দলকে চাঙ্গা করে ও তৃণমূল শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
কসবা টি. আলী ডিগ্রী কলেজ মাঠে আজ শনিবার কসবা উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
সম্মেলনের শেষ অধিবেশনে কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আইনমন্ত্রীর নাম প্রস্তাব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক পৌর মেয়র এমএ জি হাক্কানী। সমর্থন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।