কলাপাড়ায় গৃহহীনদের শতভাগ পুনর্বাসন পর্যালোচনা মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৭শে এপ্রিল ২০২২ ০৬:১৪ অপরাহ্ন
কলাপাড়ায় গৃহহীনদের শতভাগ পুনর্বাসন পর্যালোচনা মতবিনিময়

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ভূমিহীন ও গৃহহীন ক-শ্রেণি পরিবারের শতভাগ পুনর্বাসন পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ জাতীয় সংসদ সদস্য মো.মহিব্বুর রহমান মহিব।


 বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কুয়াকাটা পৌর মেয়য় আনোয়ার হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুস সালাম তালুকদার। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক ও একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষা-প্রতিষ্ঠান প্রধানগণ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। 


অনুষ্ঠান শেষে ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন ভিক্ষুককে চেক প্রদান করা হয়।