সরাইলে ঈদের আগেই ঈদের আনন্দ,প্রধানমন্ত্রী ঘর পেল ১০ পরিবার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে এপ্রিল ২০২২ ০৪:৫২ অপরাহ্ন
সরাইলে ঈদের আগেই ঈদের আনন্দ,প্রধানমন্ত্রী ঘর পেল ১০ পরিবার

সরাইলে এবার ঈদুল ফিতরে আনন্দ ধরা দেবে  সরাইলের গৃহহীন ১০ পরিবারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন সরাইল উপজেলার গৃহহীন১০ পরিবার। এবার নতুন ঘরে ঈদ করবেন তারা। ফলে খুশির অন্ত নেই সেসব গৃহহীন পরিবারের মানুষগুলোর।কেবল সরাইলে নয়,


সারা দেশে ঈদের আগে একযোগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন গৃহহীন পরিবার।মঙ্গলবার (২৬ এপ্রিল) গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে এসব ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে জমির দলিলসহ ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামের হল রুমে আজ মঙ্গলবার  সকালে ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমির কাগজ তুলে দেন  সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।


(২৬ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এসব পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারহানানাসরিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নোমান মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমিন, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, প্রমুখ। ২ শতক করে জমি সেই সাথে জন প্রতি একটি করে নতুন ঘর ১০ জনের মধ্যে হস্তান্তর করা হয়।  সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ টি পরিবারকে ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী তুলে দেন ইউএনও মো. আরিফুল হক মৃদুল। পরে একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।