ঈদে পিরোজপুরে ঘর পাবে ২২৮ ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: সোমবার ২৫শে এপ্রিল ২০২২ ০৮:১৪ অপরাহ্ন
ঈদে পিরোজপুরে ঘর পাবে ২২৮ ভূমিহীন পরিবার

“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না”- প্রধানমন্ত্রীর এই লক্ষ্য বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৬এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। 


এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অবহিত ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য  আহবান জানানো হয়। 


উল্লেখ্য আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে প্রথম ধাপে দেশের ৬৪ জেলার ৪৮৩ টি উপজেলায় একযোগে  ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন হতে সকাল ১১টায় উদ্বোধন করা হবে।  প্রথম ধাপে জেলার মোট  ২২৮ টি পরিবারকে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।  


এর মধ্যে নাজিরপুর উপজেলায় ৪০টি, নেছারাবাদ উপজেলায় ১০৩টি, ইন্দুরকানী উপজেলায় ৩০টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান করা হবে। অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।