রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়েছেন আরও ৩জন।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর সেকেন দেওয়ানের ইটভাটা সংলগ্ন মল্লিক রাইস মিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আদু মাতুব্বর পাড়ার মো. ফেলু শিকদারের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ধানের চাতালে শ্রমিকরা ধান সেদ্ধ করার কাজ করছিলেন। হঠাৎ চাতালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই চাতালের শ্রমিক ইসমাইল ঘটনাস্থলেই মারা যান এবং কুদ্দুস ও নারী শ্রমিক ভোলো বেগম সহ একজন পথচারী গুরুতর দগ্ধ হন। তাদেরকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর থেকেই রাইস মিলের মালিক সাত্তার মল্লিক পলাতক রয়েছেন।
এসময় স্থানীয়রা আরও জানান মিলটি প্রায় ২৫/৩০ বছর আগে নির্মিত। এটি চালু রাখার অযোগ্য হয়ে গেলেও মালিক ঝুঁকি নিয়েই মিলটি চালাচ্ছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, আহতদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।