সরাইল মৎস্য অফিসের আয়োজনে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২৮শে আগস্ট ২০২১ ০৪:১২ অপরাহ্ন
সরাইল মৎস্য অফিসের আয়োজনে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা

‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার ২৮ আগষ্ট সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান এর সভাপতিত্বে অফিস সহকারী মো. জসিম উদ্দনের উপস্থিতিতে সংবাদ সম্মলনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু করা হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান সরাইলে মৎস্য চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বলেন, উপজেলায় মৎস্য চাষ বেড়েছে বহুগুণ,এতে করে নিজেদের উৎপাদিত মাছ দিয়েই প্রয়োজনীয় আমিষের চাহিদা পুরণ করা হবে। এ সময় সাংবাদিক আইয়ুব খান,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,সাংবাদিক সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।