কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ১লা নভেম্বর ২০২৩ ০৬:৫৪ অপরাহ্ন
কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে (১ নভেম্বর) স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।


এ উপলক্ষে কাউখালী উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, নারী উদ্যোক্তা কামরুন নাহার প্রমুখ।


আলোচনা শেষে তিন লক্ষ নব্বই হাজার টাকার যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। ঋণ নিয়ে কামরুন নাহার, নাসরিন আক্তার ও জুবায়ের আহমেদ বলেন আমরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলব।