আশাশুনিতে ডব্লুএমএ’র সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে মার্চ ২০২১ ০৭:৫৩ পূর্বাহ্ন
আশাশুনিতে ডব্লুএমএ’র সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

আশাশুনির বুধহাটায় পৃথক পৃথক দু’স্থানে পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বুধহাটা প্রাথমিক বিদ্যালয় ও মহেশ^রকাটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ব্ল-গোল্ড প্রোগ্রামের আয়োজনে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র বাস্তবায়নে মহেশ^কাটিতে প্রধান অতিথির আলোচনা রাখেন আশাশুনি উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান।


মহেশ^রকাটি স্লুইচ ডব্লুএমএ’র সভাপতি ভবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও কোষধ্যক্ষ নাজমুল হুসাইনের পরিচালনায় এ সময় আলোচনা রাখেন ব্লু-গোল্ড প্রোগ্রামের খুলনা জোনাল কো-অডিনেটর মতিউর রহমান, ব্লু-গোল্ড প্রোগ্রামের জুনিয়র সিভিল প্রকৌশলী আমান উল্লাহ আমান, সিডিএফ দীনবন্ধু সরকার, উপ-সহকারি কৃষি অফিসার ইকবাল হোসেন,


আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ চাপড়া পানি ব্যবস্থাপনা দলের সভাপতি এসএম আহসান হাবিব, প্রধান শিক্ষক বীরেন্দ্র সরকার, মেম্বর হাফেজ রবিউল ইসলাম, পানি ব্যবস্থাপনা দল (হিমখালী) সভাপতি পুলিন মন্ডল, কোষাধ্যক্ষ জ্যোৎ¯œা সরকার, সদস্য শ্যামলী সরকার, জ্যোৎ¯œা রানী মন্ডল, (চাপড়া) সম্পাদক মাহফুজা খানম, সহ-সভাপতি আব্দুল গফুর,


(লম্বাডাঙ্গা) সম্পাদক আজাহারুল ইসলাম, তহমিনা খানম, (ওমরখালী) সম্পাদক ফারজানা ইয়াসমিন, (বেউলা) আকলিমা খানম প্রমূখ। অপরদিকে, বুধহাটায় অনুরুপ কর্মশালায় সভাপতিত্ব করেন, মহেশ^রকাটি স্লুইচ ডব্লুএমএ’র সহ-সভাপতি আব্দুল গফুর। আলোচনা রাখেন, পাউবো’র উপ-সহকারি প্রকৌশরী সাদিউর রহমান, ব্লু-গোল্ডের সিভিল প্রকৌশলী শহিদুল ইসলাম,


জুনিয়র সোসিও ইকোনমিষ্ট অচিন্ত কুমার দে, ডব্লুএমএ’র সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সিডিএফ আকিদুল ইসলাম সহ নৈকাটি, সূর্যখালী-১ ও ২, বুধহাটা পশ্চিম পাড়া, জরি বিলের খাল ব্যবস্থাপনা দলের নেতৃবন্দ।


কর্মশালায় পানি ব্যবস্থাপনা ম্যানুয়ালের পানি ব্যবস্থাপনা অবকাঠামো পরিচালন ও রক্ষাবেক্ষনে ক্যাচমেন্ট কমিটির অভিজ্ঞতা বিনিময়, (পওর) তহবিল সংগ্রহ এবং ব্যবহার পদ্ধতি, চুক্তিনামা অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের দায়িত্ব ও কর্তব্যসহ বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং আগামীতে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।