রাজবাড়ীর গোয়ালন্দে দিবালোকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মাসুদ সরদার (৩৫) নামে যুবককে ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দিয়ে গুরুতর জখম করার মামলায় একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া (বাবলু এর বাড়ীর ভাড়াটিয়া) মো. লিটনের ছেলে মো. রিয়াজ (২৫)।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গোয়ালন্দ বাজার প্রধান সড়ক লোটাস কলেজিয়েট স্কুলের সামনে দিবালোকে কয়েকজন অস্ত্রধারী ধারালো অস্ত্র নিয়ে ভিকটিম মাসুদ সরদারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। উক্ত হত্যা চেষ্টায় ওই দিন গোয়ালন্দ ঘাট থানায় ভিকটিমের পরিবার অভিযোগ করলে ঘটনাটি গোয়ালন্দ ঘাট থানা আমলে নিয়ে মামলার এজাহারনামীয় আসামী মো. রিয়াজ (২৫) কে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশায় এসআই (নিঃ) মো. রোস্তম আলী সংঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ পৌর জামতলা লিটনের মটরসাইকেলের গ্যারেজের সামনে হতে শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্য সাড়ে ৭ টার দিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, চাঞ্চল্যকর ও দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ধারালো অস্ত্র দিয়ে মাসুদ সরদার কে কোপানোর মামলায় এজাহার নামীর আসামী রিয়াজকে গ্রেফতার শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।