নাইন-ইলাভেনের (৯/১১) মাধ্যমে পশ্চিমা দেশগুলো মুসলমানদের সন্ত্রাসী জাতি আখ্যা দিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছিল। মুসলমানদের বিরুদ্ধে চালাচ্ছিন নানা ধরণের প্রচারণা। আর এতেই বিশ্বের মানুষদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বাড়তে থাকে। যার ফলস্বরূপ পশ্চিমা বিশ্বে ও ইউরোপের অমুসলিমদের ইসলাম গ্রহণের প্রবণতা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
যদিও ৯/১১ এর পর সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিম ও ইসলাম সম্পর্কে নেতিবাচক খবর প্রকাশ করেছে। কিন্তু প্রকৃত সত্য ধর্মকে কখনো ধামাচাঁপা দেয়া যায় না। সম্প্রতি ইকোনমিস্টের এক জরিপে উঠে এসেছে, বিশ্বব্যাপী প্রতিদিন ইসলাম ধর্ম গ্রহণ করছে প্রায় ৬০০০ অমুসলিম। যাদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় জনগণ।শান্তির ধর্ম ইসলামকে অনুধাবণ করে কনভার্টেড মুসলিম হচ্ছেন অনেকেই। এক্ষেত্রে যারা মুসলিম হয়েছেন, মুসলিম হওয়ার পর থেকে তিনি আরও শান্তিতে বোধ করেন এবং সঠিক বিশ্বাস থাকার কারণে ইসলাম তাদের জীবনকে আরও উন্নত করে তুলেছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়েছে; নিশ্চয় মিথ্যা দূরীভূত হবেই’ (১৭: ৮১)।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।