স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, জামেয়ার শিক্ষার্থী ও জ্ঞানার্জনকারী সব মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। যেগুলো যথাযথ নিয়তের সঙ্গে বাস্তবায়ন করা খুবই জরুরি। আর তাতেই তাদের শিক্ষা গ্রহণ কিংবা জ্ঞানার্জন দুনিয়া ও পরকালের উপকারে আসবে। নিয়তের কারণে এসব শিক্ষার্থী ও জ্ঞানীদের সব শ্রম-সাধনা সঠিক উপকারিতা পাওয়াতে বঞ্চিত হয়। কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়।
মুসলিম উম্মাহর খ্যাতিমান হাদিস বিশারদ শায়খ আওয়ামা হাফিজাহুল্লাহ সব শিক্ষার্থী ও জ্ঞানার্জনকারী শিক্ষক, গবেষক ও আলেমদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু নসিহত ও দোয়া তুলে ধরেছেন। আর তাহলো-
>> দ্বীনি ইলম বা জ্ঞান অর্জনকে মুক্তির অসিলা মনে করা। জ্ঞান অর্জনই সব কিছু নয় কিংবা মূল উদ্দেশ্য নয়, বরং অর্জিত ইলম বা জ্ঞান অনুযায়ী বাস্তবে আমল করা। ইলম বা জ্ঞান অনুযায়ী আমল করার প্রতি উদ্যোগী ও মনযোগী হওয়া জরুরি।
>> ইলম বা জ্ঞান অর্জনকে দুনিয়ার অর্জন স্বার্থ সিদ্ধির উপকরণ না বানানো। এ মানসিকতা থেকে নিজের অর্জিত ইলম বা জ্ঞানকে পবিত্র রাখা। তাতে সম্মান ও অবস্থান দুটিই সংরক্ষিত থাকবে।
>> নিরবিচ্ছিন্নভাবে ইলম বা জ্ঞান অর্জন করতে থাকা খুবই জরুরি। বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য বিভিন্ন বিষয়ে গবেষক আলেম ও শিক্ষাবিদের খুবই প্রয়োজন। যদিও তা ইলম বা জ্ঞানের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ও হয়।
>> ছাত্র, শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদদের উপরোল্লেখিত নিয়তে অর্জিত জ্ঞানই দ্বীন। সুতরাং তাদের প্রতি কথা, লেখা হবে নির্ভরযোগ্য।
সঠিক ইলম বা জ্ঞান অর্জনের নিয়তে আল্লাহর কাছে এ আবেদনগুলো করাও জরুরি। যে দোয়াগুলোর আমল করেছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবায়ে কেরাম। আর তাহলো-
>> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল
اللَّهُمَّ إني أسألُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারন : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিযক্বান তাইয়্যিবা, ওয়া আমালান মুতাক্বাবিলা।’
অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে উপকারি জ্ঞান, উত্তম রিযিক এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করি।’
>> হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
উচ্চারণ : ‘রাব্বানা লা তুযিগ কুলুবানা বাঅদা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিল্লাদুংকা রাহমাহ। ইন্নাকা আংতাল ওয়াহহাব।’
অর্থ : হে আমাদের প্রভু! সঠিক পথ পাওয়ার পর আমাদের অন্তরকে আপনি বাকা করবেন না। আপনার কাছ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন। নিশ্চয় আপনি উত্তম দানকারী।’
>> হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল
اللَّهُمَّ لَكَ سَجَدَ سَوَادِيْ وَبِكَ آمَنَ فُؤَادِيْ، اللَّهُمَّ ارْزُقْنِيْ عِلْماً يَنْفَعُنِيْ، وَعَمَلاً يَرْفَعُنِيْ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা সাজাদা সাওয়াদি ওয়া বিকা আমানা ফুআদি; আল্লাহুম্মার যুক্বনি ইলমান ইয়ানফাউনি ওয়া ইলমান ইয়ারফাউনি।’
অর্থ : হে আল্লাহ! আপনার জন্যই মর্যাদার সেজদা আর আপনার কাছে নিরাপত্তা ও বরকত চাই। হে আল্লাহ! আমাকে রিযিক দান করুন। আমাকে উপকারি ইলম দান করুন। আমাকে মর্যাদা বৃদ্ধিকারী আমল দান করুন।’
মুসলিম উম্মাহর উচিত, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্য ইলম বা জ্ঞান অর্জন করা জরুরি। তবেই সব শিক্ষার্থী, গবেষক, শিক্ষাবিদ ও আলেমদের অর্জিত জ্ঞান দুনিয়া ও পরকালে কাজে আসবে। তারা পাকে কাঙিক্ষত সফলতা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের কাঙ্ক্ষিত সফলতা লাভে সঠিক নিয়তে ইলম বা জ্ঞান অর্জনের তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের সফলতা দান করুন। আমিন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।