রমজান উপলক্ষে ভূরুঙ্গামারীতে বাজার মনিটরিং

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ০৭:১২ অপরাহ্ন
রমজান উপলক্ষে ভূরুঙ্গামারীতে বাজার মনিটরিং

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী হাটে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।


জানা গেছে, বাজারে বোতলজাত ভোজ্য  তেল, খেজুর ও তরল দুধ বেশি দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাজার মনিটরিং করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বাজার মনিটরিং কালে কয়েকজন ক্রেতা উপজেলা নির্বাহী অফিসারকে বোতলজাত ভোজ্য তেলের দাম বেশি নেয়ার অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ভোজ্য তেল ক্রেতাকে অতিরিক্ত মূল্য ফিরিয়ে দেয়ার পদক্ষেপ গ্রহণ করেন। সেই সাথে ব্যবসায়ীদের ভোজ্য তেলের বোতলের গায়ে থাকা দামে তেল বিক্রি করার নির্দেশ প্রদান করেন। এসময় তিনি ফল ব্যবসায়ীদের নিকট খেজুর ক্রয়ের চালান দেখতে চান। এছাড়া তিনি তরল দুধ বিক্রেতাদের সাথে কথা বলেন এবং দুধের দাম বিনাকারণে বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।


বোতলজাত ভোজ্য তেল ক্রেতা আহসান হাবিব বলেন, সয়াবিন তেলের দুই লিটারের একটি বোতল কিনেছি। দোকানদার ৩৮০ টাকা নিয়েছে। ইউএনওকে অভিযোগ করলে তিনি দোকানদারকে তেলের বোতলের গায়ে থাকা দাম নিতে বলেন। পরে দোকানদার বোতলের গায়ে থাকা দাম নিয়ে বাকি টাকা ফেরত দিয়েছেন।


উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। আগামীতেও বাজার মনিটরিং অব্যাহত থাকবে। 


বাজার মনিটরিং কালে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।