সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা, নোয়াখালীতে দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে ডিসেম্বর ২০২৪ ০৯:১৭ অপরাহ্ন
সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা, নোয়াখালীতে দুই ব্যক্তি আটক

নোয়াখালী সদর উপজেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় দুই ব্যক্তি আটক করেছে সেনাবাহিনী। এর মধ্যে একজন ভুয়া ক্যাপ্টেন এবং অন্যজন তার সহযোগী হিসেবে কাজ করছিলেন। 


বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের শামসুল হকের ছেলে আকরাম হোসেন (৩৮), যিনি সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন হিসেবে পরিচয় দিচ্ছিলেন, এবং তার সহযোগী, সদর উপজেলার চুলডগী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ জলিল হোসেন (৩৯)।


জানা গেছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী অ্যাডভোকেট মোহাম্মদ জলিল হোসেন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন এলাকায় তাদের প্রতারণা কার্যক্রম চালিয়ে আসছিল। তারা সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে লোকজনের সাথে প্রতারণা করে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করছিলেন। 


১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ওই এলাকায় অভিযান চালান এবং দুই প্রতারককে আটক করেন। তাদের কাছে ছিল না কোনো প্রমাণ, যে তারা সত্যিকার সেনা কর্মকর্তা। 


সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে এমন প্রতারণা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।