হজ ও ওমরা বর্জনের ফতোয়া জারি!

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৯শে মে ২০১৯ ০২:২৪ অপরাহ্ন
হজ ও ওমরা বর্জনের ফতোয়া জারি!

হজ ও ওমরা বর্জন করার আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল ঘারিয়ানি। সৌদি আরব কর্তৃক ইয়েমেনের ওপর যুদ্ধের প্রতিবাদে এ আহ্বান জানিয়েছেন তিনি। লিবিয়ার গ্র্যান্ড মুফতি বলেন, ‘মুসলমানরা হজ ও ওমরার ইবাদত করতে অর্থ খরচ করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় গমন করেন। সৌদি সরকার ইয়েমেনের ওপর আগ্রাসী আক্রমণে মুসলমানদের এ হজ-ওমরা থেকে প্রাপ্ত অর্থ খরচ করেন।‘

মুসলমানদের পবিত্র ইবাদত হজ ও ওমরা থেকে প্রাপ্ত অর্থই ইয়েমেনের নিরীহ শিশু-নারী-পুরুষের ওপর আক্রমণ ঠেকাতেই দ্বিতীয় বার হজও ওমরা থেকে বিরত থাকার ফতোয়া ঘোষণা করেন তিনি। সাদিক আল ঘারিয়ানি ইয়েমেনের নিরীহ মুসলমান নারী-শিশুদের কথা চিন্তা করে সৌদি আরবের যুদ্ধনীতির প্রতিবাদে হজ-ওমরা বর্জনের আহ্বান জানান। যারা ইতোপূর্বে হজ ও ওমরা পালন করেছেন, এ পরিস্থিতিতে তাদের দ্বিতীয় বার হজ ও ওমরা পালন করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। গ্র্যান্ড মুফতি প্রকাশ্যে লিবিয়ার টেলিভিশন চ্যানেল ‘ইয়ান লিবিয়া’- তে এ ফতোয়া ঘোষণা করেছেন।

ইনিউজ ৭১/এম.আ