
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৭:১৮

সত্যের যেমন মৃত্যু নেই, তেমনি সততার সঙ্গে করা যে কোনো কাজের ফলাফলও বৃথা যায় না। কাজ যত ছোটই হোক না কেন তাতে যদি একনিষ্ঠতা থাকে তবে তা সফলতার মুখ দেখবে। আর এতে যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য কিংবা লোক দেখানো কোনো বিষয় থাকে তবে তা হবে ব্যর্থতার মূল কারণ। প্রিয়নবি এ ব্যাপারে ভয় করছেন।
‘আর সেসব লোক, যারা লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে এবং যারা আল্লাহর ওপর ঈমান আনে না, ঈমান আনে না কেয়ামতের দিনের ওপর এবং শয়তান তাদের সঙ্গী হয়। সে হলো নিকৃষ্টতম সঙ্গী।’ (সুরা নিসা : আয়াত ৩৮)

ইনিউজ ৭১/এম.আর