ঘরে নাপাক বস্তু কিংবা নাপাক শরীরে না থাকা। বিশেষ করে বাচ্চাদের নাপাক কাপড়-চোপড় ঘরে না রাখা। হাদিসে পাকে এসেছে-
হজরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন, ‘বাথরুম জিন-শয়তানদের আস্তানা। সুতরাং তোমাদের কেউ যখন বাথরুমে যাবে, সে যেন বলে-
অর্থ : ‘আমি আল্লাহর কাছে দুশ্চরিত্র ও দুশ্চরিত্রা জিন (শয়তান) থেকে আশ্রয় চাই।’ (আবু দাউদ)
সুতরাং জিন ও শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকতে উচ্চ স্বরে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। নাপাকি থেকে দূরে থাকা। বাথরুমসহ নাপাক স্থান অতিক্রম করার সময় উল্লেখিত দোয়ার আমল করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। আমিন।