তীব্র শীতে কাবু পঞ্চগড়, তাপমাত্রা আরও কমার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - পঞ্চগড়
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন
তীব্র শীতে কাবু পঞ্চগড়, তাপমাত্রা আরও কমার শঙ্কা

পঞ্চগড়ে তাপমাত্রা আজও ১০ ডিগ্রির নিচে নেমে গেছে, বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশেই তাপমাত্রা কমার প্রবণতা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।  


বুধবারের পূর্বাভাসেও একই ধরনের তথ্য জানানো হয়েছে। সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুষ্ক আবহাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষদিকে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের প্রকোপ বাড়ার এই পূর্বাভাসে জনজীবনে কষ্ট আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।