ভারত পালানোর পথে গ্রেপ্তার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৮:২৭ অপরাহ্ন
ভারত পালানোর পথে গ্রেপ্তার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা

ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে এবং তার ভাই সত্যজিত পান্ডে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতে পালাতে গিয়ে যশোরের বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের পরবর্তী মামলা রয়েছে, যা নিয়ে পুলিশ দীর্ঘদিন ধরেই তাদের অনুসরণ করছিল।


বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, "তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।" তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।


এদিকে, এই গ্রেপ্তারির আগে, ১৫ ডিসেম্বর ঢাকার ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা এবং ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদেরও ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল বলে জানা গেছে।


এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হবে।