সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, পোস্টারিং, দেওয়াল লিখনসহ নানা প্রচারণা চলছে। “আমরা সিরাজগঞ্জবাসী” এর ব্যানারে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে স্মারকলিপি প্রদান করা হয়।
সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুর দাবিতে সোচ্চার রয়েছেন। মানববন্ধনে বক্তারা জানান, এক সময় সিরাজগঞ্জ শহর ছিল রেলের কেন্দ্রবিন্দু। তবে বর্তমানে শহরের রেল যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে, এবং একমাত্র ট্রেন—সিরাজগঞ্জ এক্সপ্রেস—গত ৪ আগস্ট থেকে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বক্তারা আরও বলেন, "এখন আর সিরাজগঞ্জ শহরে কোনো ট্রেন চলাচল করে না। রেল যোগাযোগের অভাবে ব্যবসায়ীসহ প্রতিদিনের যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করা না হলে আমাদের প্রতিবাদ আরো তীব্র হবে।"
এছাড়া, সিরাজগঞ্জ এক্সপ্রেসের পুনরায় চালু করতে জেলার বিভিন্ন এলাকায় পোস্টারিং এবং দেয়াল লিখনের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। আন্দোলনকারীরা বলেন, এই দাবির প্রতি কর্তৃপক্ষের যথাযথ মনোযোগ না দিলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।