বিএনপিতে সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান নেই: কাজী মফিজুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৯:০৩ অপরাহ্ন
বিএনপিতে সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান নেই: কাজী মফিজুর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান বলেছেন, ‘‘বিএনপিতে কোন সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান নেই।’’ তিনি উল্লেখ করেন, ‘‘আমাদের দলের মধ্যে যারা অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে দলের নেত্রী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর অবস্থানে আছেন এবং এ ধরনের ব্যক্তিদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।’’ 


বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় নোয়াখালীর সেনবাগ বাজারের থানা মোড়ে অনুষ্ঠিত এক গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই সভা ও র‍্যালির আয়োজন করে। 


কাজী মফিজুর বলেন, ‘‘বিএনপি কখনোই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা দুর্নীতি সমর্থন করে না। আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, আর সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সংগঠন পরিচালিত হবে।’’ তিনি আরও বলেন, ‘‘সেনবাগের মানুষ শান্তিপ্রিয়। তারা পরিবর্তন চায় এবং ভবিষ্যতে তাদের প্রতিনিধি হিসেবে সৎ ও জনবান্ধব ব্যক্তিরই নির্বাচিত হওয়া উচিত।’’


তিনি বলেন, ‘‘সেনবাগ বিএনপি একটি শক্তিশালী সংগঠন। এখানে কোন অপকর্মকারী ব্যক্তি দায়মুক্ত হবে না। যারা জনগণের আস্থা ভেঙে দুর্নীতিতে জড়িয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করা হবে।’’


এসময় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জামাল উদ্দিন বাবলু, এবং বিএনপি নেতা ডা. সৈয়দ নজরুল ইসলাম ফারুক। 


বিএনপির নেতারা বলেন, সেনবাগে জনগণের আস্থা এবং দলীয় ঐক্য ফিরে আসবে এবং আগামীতে সৎ নেতৃত্ব নির্বাচিত হবে।