নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বুধবার (১৩ নভেম্বর) আদালতের বিচারক এ আদেশ দেন, যার পরিপ্রেক্ষিতে আইভীকে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আবেদনে বলা হয়, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তার এবং তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য আইভীর বিদেশ গমন রোধ করা প্রয়োজন ছিল।
দুদকের তদন্তে জানা যায়, আইভী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন সিএনজি ও অটোরিকশা থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এছাড়া, আইভীর নামে নারায়ণগঞ্জে একাধিক ফ্ল্যাট এবং অন্যান্য অবৈধ সম্পত্তি রয়েছে। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সেভাবে অনিয়মের অভিযোগ উঠেছে।
এছাড়া, নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনাও উঠে এসেছে। তার দুই ভাই আলী রেজী রিপন এবং আহম্মদ আলী রেজা উজ্জ্বল এর মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দুদক সূত্রে জানানো হয়েছে।
আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মহিলা মেয়র এবং তিনবারের নির্বাচিত মেয়র। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে, এবং আদালতের নতুন আদেশে তার বিদেশে যাওয়া এখন নিষিদ্ধ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।