সিরাজগঞ্জের চাঞ্চল্যকর আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদারকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব। ১২ নভেম্বর ২০২৪, বুধবার সন্ধ্যায় র্যাব-১২ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে কামরুল ইসলাম তালুকদার (৫৫) নামের এই প্রধান আসামিকে ঢাকা জেলার ভাটারা থানাধীন খিলবাড়ি টেক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০ অক্টোবর ২০২৪ তারিখে সিরাজগঞ্জ সদর থানাধীন কাঠের পুল এলাকায় আশফাকুল আউয়ালকে গলা চেপে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর, ভিকটিমের মৃত্যু ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তাকে আভিসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার জামাতা মোহসেনুল মোমিনকে জানানো হয় যে, আশফাকুল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পরে, ভিকটিমের পরিবার হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পায়।
এই ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয় (মামলা নং-৩২, তারিখ-২৪ অক্টোবর ২০২৪), এবং ঘটনার পর থেকেই পুলিশের পাশাপাশি র্যাবও আসামিদের গ্রেফতারে অভিযানে নেমে ছিল।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর থানার রহমতগঞ্জ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবত তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল।
র্যাব-১২ এর অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম জানিয়েছেন, গত ১২ নভেম্বর সন্ধ্যায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ ও র্যাব-১ এর যৌথ দল ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে, গ্রেফতারির পর কামরুল ইসলাম তালুকদারকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ গ্রেফতারকে এলাকাবাসী স্বাগত জানিয়ে আশফাকুল হত্যার বিচারের দাবি জানিয়েছেন।
এই হত্যাকাণ্ডের পর, এলাকায় ব্যাপক প্রতিবাদ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করে বিভিন্ন সংগঠন এ দাবিতে সোচ্চার ছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।