প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০:০
‘আমি মন্ত্রীর প্রার্থী, আমাকে ভোট দিয়ে পাস না করালে তোমাদের কারো মাথা থাকবে না এবং আমি নির্বাচনে না জিতলে তোমাদের সবাইকে মজা দেখাবো’- আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে জয় নিশ্চিত করতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূইয়া বিভিন্ন জনকে এমন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন গোলাম মোস্তফা।
লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, মুরাদ হোসেন ভূইয়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জোরপূর্বক একত্রিত করে আইনমন্ত্রীর নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছেন। বলছেন তিনি আইনমন্ত্রীর ঘনিষ্ঠ লোক। যা ইচ্ছে তা করতে পারেন। বলছে নির্বাচনের দিন আমাকে আখাউড়ার কোনও এলাকায় অবস্থান করতে দেবে না। সমস্ত কেন্দ্রের ভোট ছাপিয়ে মুরাদকে নির্বাচিত ঘোষণা করবে।
নিজের প্রাণ নিয়ে শঙ্কা প্রকাশ করে গোলাম মোস্তফা বলেন, যে কোনও সময় মুরাদ হোসেন ভূইয়া ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যা কিংবা গুম করে ফেলতে পারে। আমি গরীব ও নিরীহ পরিবারের সন্তান। আমার পক্ষে টাকা-পয়সা কিংবা পেশী শক্তি ব্যবহার করে নির্বাচন করা সম্ভব নয়। গোলাম মোস্তফা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করে বলেন, মুরাদ হোসেন ভূইয়ার অব্যাহত হুমকির কারণে আমি কোথাও প্রচার-প্রচারণা চালাতে পারছি না। ১৫ই মার্চ প্রচারণা চালানোর সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার-তন্তর এলাকায় মুরাদের সমর্থকরা হামলা চালায়। মাইক ও মাইকের মেশিন ছিনিয়ে নেয়। মুরাদ ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
এ অবস্থায় আখাউড়া উপজেলায় শান্তিপূর্ণ ভোটের জন্য স্থানীয় প্রশাসন, সরকার ও নির্বাচন কমিশনসহ সকলের সহযোগিতা কামনা করছেন মোস্তফা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গোলাম মোস্তফার এজেন্ট আলমগীর হোসেন, ধরখার ইউনিয়নের রুটি ওয়ার্ড কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন ও আখাউড়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের সহসভাপতি শেখ সানি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব