বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ছাত্রদল নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন, সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষই মূল। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এক হাজারের বেশি ছাত্রদল নেতাকর্মীর উপস্থিতিতে এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আজকে আমাদের বসে থাকার সময় নেই। বিভিন্ন এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়ত তোমার পছন্দের প্রার্থী পায়নি, তবে তুমি যে প্রার্থীর জন্য কাজ করবে না, সেটা ভুল। তুমি তোমার দলের ধানের শীষের জন্য কাজ করছ।” তিনি স্পষ্ট করেন, এখানে প্রার্থী মুখ্য নয়, দল, ধানের শীষ ও দেশই মুখ্য।
তিনি ছাত্রদলকে দেশের মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে দেশের উন্নয়নের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনায় রয়েছে খাল খনন, বায়ুদূষণ রোধ, পরিবেশ উন্নয়ন, বর্জ্য অপসারণ, ক্রীড়া উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণ, ফ্যামিলি ও ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন উদ্যোগ।
তিনি বলেন, “গত ১৬ বছর ধরে ‘আমি ভালো, সব খারাপ’ ধারণা চলছে। ২৪ সালের ৫ আগস্টের পরে এই বোধ এখনো ঠিক হয়নি। পরিবর্তন জরুরি। গণতন্ত্রে সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। বিশেষ একজন ভালো, বাকি সবাই খারাপ—এই ধারণা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।”
তারেক রহমান আরও বলেন, “গণতন্ত্রের কোনো বিকল্প নেই। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের কারণ ছিল জবাবদিহিতা। নির্বাচিত সরকারই সাধারণ মানুষের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারে।” তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানকেও উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তিনি যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ তোমাদের ওপর নির্ভর করছে। তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, দেশ সামনের দিকে এগোবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।