প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:২৭
ভারতের রাজধানী দিল্লিতে ‘বাংলাদেশে গণহত্যা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। এই সম্মেলনের আয়োজনে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা, যারা সম্প্রতি ভারত সফর করছেন। তবে বুধবার বিকেলে অনুষ্ঠানটি হঠাৎ বাতিল করা হয়।
ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (বিএইচআরডব্লিউ) নামের একটি অজ্ঞাত সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটায় এটি শুরু হওয়ার কথা ছিল। সম্মেলনের মূল আয়োজক ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব বলে দাবি করেন।
তিনি বলেন, সম্মেলনে আওয়ামী লীগের সাবেক নেতা ও মন্ত্রীরা দেশের গণহত্যা এবং গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা নিয়ে বক্তব্য রাখতেন। এমন প্রেক্ষাপটে দেশ-বিদেশের সাংবাদিকরাও অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছিলেন। কিন্তু পরে আয়োজক আলী সিদ্দিকী এক বিবৃতির মাধ্যমে জানান, ঢাকা উত্তরার এক শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সম্মেলন স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় ৩৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১৭০ জন আহত হয়েছেন। তাদের অধিকাংশই শিশু। এ শোকাবহ পরিস্থিতিতে নিহতদের সম্মানে এবং পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকরা প্রতিশ্রুতি দেন, পরে নতুন তারিখে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হবে।
দিল্লি সফরকারী আওয়ামী লীগের যে নেতারা এই সম্মেলনে অংশ নিতে পারেন বলে জানানো হয়েছিল, তাদের মধ্যে ছিলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। তারা এরইমধ্যে দিল্লিতে অবস্থান করেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
সংবাদ সম্মেলনের উদ্দেশ্য নিয়ে বিতর্ক থাকলেও দিল্লির কূটনৈতিক মহলে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। ভারতের মিডিয়াতেও এর প্রচার হয়েছে উল্লেখযোগ্যভাবে। আয়োজকরা দাবি করছেন, এটি বাংলাদেশে চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের একটি প্রয়াস।