বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচন অনুষ্ঠানের আগে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফরের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, চলতি বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন আগে তিনটি শর্ত পূরণ করা অপরিহার্য।
জামায়াতের আমির বলেন, প্রথম শর্তটি হল মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা। তিনি জানান, এসব সংস্কারের জন্য জামায়াত আগে থেকেই সংস্কার কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছে। এ ধরনের সংস্কার ছাড়া নির্বাচন কার্যকর এবং গ্রহণযোগ্য হতে পারে না, এমন মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, যেহেতু দেশের গণতন্ত্র হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, তাই এ সংস্কার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় শর্ত হিসেবে, জামায়াতের আমির গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন। তার মতে, গণহত্যাকারীদের বিচার করা না হলে, জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না এবং শহীদদের আত্মা শান্তি পাবে না। তিনি বলেন, "গণহত্যাকারীদের বিচার জনগণের মৌলিক অধিকার, যা তাদের বিশ্বাস ফিরিয়ে আনতে সহায়ক হবে।"
তৃতীয় শর্তটি হল, রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্মানবোধের প্রয়োজনীয়তা। তিনি জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের প্রতি সম্মান থাকা উচিত এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তিনি বলেন, "যদি কোনো দল জিতে যায়, তা হলে নির্বাচন সুষ্ঠু হতে হবে, আর হারলে দলটি নির্বাচনকে দুর্নীতিপূর্ণ বলে মনে করতে পারে না।"
এছাড়া, ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনের আগে এই তিনটি শর্ত পূরণ করা না হলে নির্বাচনের প্রতি জনগণের আস্থা থাকা কঠিন হবে। তিনি বলেন, "এখনকার অবস্থায় নির্বাচন হবে কিনা, তা আল্লাহই জানেন, তবে যদি এসব শর্ত পূর্ণ না হয়, তবে আগের মতো নির্বাচনের ফলাফল হবে।"
তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ শর্তগুলো পূর্ণ হবে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।