মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ৯ই মার্চ ২০২৫ ১২:০২ অপরাহ্ন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

মাগুরায় আট বছরের একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। রোববার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) শিশুটির চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সিএমএইচে যান।


এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এ ঘটনায় গত ৬ মার্চ, শিশুটির মা’কে ফোন দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের আশ্বাস দেন। এ ছাড়া, ঘটনার পরদিন শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।


এদিকে, মাগুরা সদর থানায় ৬ মার্চ ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্দেশ দিয়েছি। বর্তমানে চলমান ধর্ষণ ও নারীহত্যা বিষয়ক সকল মামলার তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।”


তিনি আরও বলেন, “বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। নারীরা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করতে পারে, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”


অবশেষে, স্বরাষ্ট্র উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করার জন্য সকলকে অনুরোধ করেন।