নওগাঁ সরকারি (কৃষ্ণধন) কেডি উচ্চ বিদ্যালয়ের সীমানায় গাঁজা সেবন করার অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০টার দিকে, যখন ওই তিনজন স্কুলের পরিত্যক্ত ভবনের পাশে গাঁজা সেবন করছিল। শিক্ষার্থীরা তাদেরকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে, তাদের পাশে একটি গাঁজার সিগারেট পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে ডোপ টেস্টের জন্য নিয়ে যায়।
এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুইজন পুলিশ সদস্য হলেন মো. সুজন এবং আলী আলম, আর তৃতীয় ব্যক্তি হলেন একজন সরকারি কর্মকর্তার ড্রাইভার কার্ত্তিক সরকার। তদন্তকারী অফিসার এস আই নুর নয়ন জানান, ডোপ টেস্টের রিপোর্টে তিনজনেরই নেগেটিভ এসেছে। তবে উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পরবর্তীতে দেখবেন।
ঘটনাটি সামনে আসার পর বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সামনে গাঁজা সেবন নিয়ে নানা যুক্তি প্রদান করছে। তবে শিক্ষার্থীরা তাদের যুক্তি মেনে নেয়নি এবং বিষয়টির বিচার দাবি করে।
নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, “আমরা আমাদের স্কুলকে মাদকমুক্ত রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব।” তিনি আরও বলেন, "এটা একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেউ নেশাদ্রব্য সেবন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি এম এ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন যে, ওই তিনজনকে স্কুলের সীমানা থেকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, তাদের সিগারেট বা নেশাদ্রব্য সেবন করার কারণে ডোপ টেস্টের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।