সারাদেশে ধর্ষনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির সবোর্চ্চ শাস্তির দাবিতে দুপুরে শহরের শহীদ হারুন সড়কে সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে ব্যবসায়ী প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন- সাম্প্রতিক সময়ে সারা দেশে ধর্ষনের মতো জঘন্য অপরাদের সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে সাধারন নারীরা। এছাড়াও এসব ঘটনার কারনে বহির্বিশ্বে ক্ষুন্ন হচ্ছে এদেশের সম্মান। তাই দ্রুত সময়ে ধর্ষনের সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এছাড়াও সকল ধর্ষন মামলা ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির দাবি জানান বক্তারা। এতে এমন অপরাধের সংখ্যা কমতে পারে বলে জানান তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।