প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করার এক মাসের মধ্যেই দলের শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য গঠিত এই দলটি এখন দলীয় ফোরামের বাইরে ফেসবুকে প্রকাশিত পোস্টের কারণে বিতর্কের মুখে পড়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক নিয়ে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ পরস্পর বিরোধে জড়িয়ে পড়েছেন। দলের নেতাদের মধ্যে এই বিতর্কের ফলে দলের ভেতরে অসন্তোষ সৃষ্টি হয়েছে।