বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন কর্তৃপক্ষের দুর্ব্যবহারের অভিযোগ থেকে শুরু করে বাস ভাঙচুর ও আহত হওয়ার ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার এসবি পরিবহনের একটি বাসে শিক্ষার্থীদের সঙ্গে সুপারভাইজারের অসদাচরণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস আটক করা হয়। পরে রাত দেড়টায় প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীদের অভিযোগ, পরিবহন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। পরিবেশবিজ্ঞান ও ভূগোল বিভাগের ১৩ শিক্ষার্থী বাসে ওঠার পর বায়োটেকনোলজি বিভাগের আরও ১৫ শিক্ষার্থী বাসে ওঠেন। তখন সুপারভাইজার কিছু শিক্ষার্থীকে বাস থেকে নেমে যেতে বলেন এবং অভিযোগ করেন তারা পরিবেশ নষ্ট করছেন। এরপর বাস ছেড়ে দেওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়।
ঘটনার জেরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সহপাঠীদের ডেকে এনে দুইটি বাস আটক করেন। একটিতে রোগী ও বিদেশি যাত্রী থাকায় ছেড়ে দেওয়া হয়, তবে অপর বাসটিতে ভাঙচুর করা হয়। এ সময় এক শিক্ষার্থী
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।